জীবনে প্রেম বলে কিছু হয় না,
যা হয় কেবল চুলচেরা বিচ্ছেদ--
হৃদয়কে চূর্ণ-বিচূর্ণ করার
যান্ত্রিক করাতের স্বয়ংক্রিয়তায়!
যেখানে প্রেমের আবেগ নিঃসৃত শোণিতে
রঞ্জিত আর এক অপ্রেমিক,
নিতান্ত দায় আর
বস্তুনিষ্ঠ কাঠামোগত লেনাদেনা,
ফুল আর পতঙ্গের নিজস্ব দায়ে
প্রেমের মতোই--
চুমুকে চুমুকে তারিয়ে তারিয়ে
আস্বাদন করে প্রেমের উষ্ণতা!
তারপর ছুঁড়ে দেয় অপ্রেমের তলানিতে
পড়ে থাকা নিছক দাম্ভিক উচ্ছিষ্ট;
গোলাবারুদ বা গরলে নয়,
ছোট্ট ছোট্ট অবহেলার
তেজস্ক্রিয় পরমাণু--
আত্মা আর সত্তা নিধনের
দানবীয় চাতুর্যে,,,,,,
আসলে প্রেম তো প্রেমের,
প্রেমের মতোই-- !!!