যদি কোনো কিছুর সীমা ছাড়িয়ে যায়
তবে চুপ থেকো না
প্রতিবাদ করো।
যদি কারো দ্বারা অধিকার বিঘ্নিত হয়
তবে চুপ থাকো না
প্রতিবাদ করো।
নীরব থেকো না; হতে পারে সেটা
অগণিত মানুষের কান্নার কারণ,
হতে পারে বিষম যন্ত্রনা।

তোমার দায়িত্ব কখনো ভুলে যেও না
কারণ কেউ কেউ মুখাপেক্ষী কারো,
চেয়ে থাকে পথ।
হতেই পারে বেশি শক্তি অন্যায়ের
তবু সত্যের চেয়ে শক্তিশালী সে নয়,
সত্যের চেয়ে সত্য আর কিছু নয়।

মিথ্যা সে তো ধোঁয়াশা– মেঘের মতো
সত্য অনন্ত, স্বচ্ছ নীলাকাশ!
তাই চুপ থেকো না,
প্রতিবাদী হও, প্রতিবাদ, প্রতিরোধে
সরে যাবে মেঘ।।