সামনে অনেকগুলো পথ
তার মধ্যে একটা দিগন্ত বিস্তৃত
সবুজের গায়ে মিশে,
একটা যেন বসতি ছুঁয়ে
একটা জনমানসে র উত্তরীয়ে,
একটা পথ নিঝুম রাতের
একটা পথ একা,
একটা পথে ভীষণ কাঁটা
একটা পথে বাঁধা!

যে পথ ধরি ছায়া টুকু নিংড়ে না ফেলে;
চলছি আমি সমুখ পানে
কোথায় তবে বাঁধা!
তবু যেন একলা চলা
ভীষণ ফাঁকা ফাঁকা।
যেজন আসে আমার সাথে
চলা তাদের মাপা;

আমি চলি ঝড় মাড়িয়ে
ঢেউয়ের সাথে পাড়ি,
পথের সাথে পথ ধরে ভাই
পিছু র সাথে আড়ি,
রক্ত ঝরুক হৃদয় নড়ুক
আঠারো যেন সখা;

চলার সাথে অনেক বলা অনেক হাঁটা পথ,
সব আঠারো চলুক সাথে
হোক সে দিন কিংবা রাত!!