আমার অভিমানের শব্দগুলো যখন
বেরিয়ে আসে আমার বুক থেকে
তুমি হয়তো জানো না
কতটা ভালোবাসা লেহন করে
তবে বুক বেয়ে ওঠে সে সংকেত
আগুনে পোড়া লোহার মতো
লাল হয়ে;
আবার কখনো তাপ হারিয়ে
হিমবাহের মতো কঠিন হয়ে যায়
আমার নিঃশব্দের অবুঝ সব শব্দগুলো!
সমস্ত দিনের ক্লান্তি নিয়ে
ফুলের চোখে যখন ঘুম নামে,
আমার হৃদয়ের অবুঝ চাওয়া গুলো
গুমরে কাঁদে--
বিরহের আগুনে হয়ে ওঠে
ঝলসানো প্রেমের বিভীষিকা,
পোড়া হৃদয়ের দগ্ধস্মৃতি
আমাকে বদলে দেয়,
বিচ্ছেদের শঙ্কায় নামে মৃত্যুর তন্দ্রা,
তাইতো যখন তোমার চোখে চোখ রেখে
হাসতে বলো--
আগ্নেয়গিরির জ্বালামুখ বিস্ফারিত হয়ে
সব একাকার হয়ে যায়!
প্রেম বিরহ উপেক্ষা অপেক্ষা সব,,,,
একাকীর্ণ হয় ব্যাকুলতা,
খোয়ানো সংযম ফেরাতে
পুনরায় খুঁজি সেই তোমাকে,
নীরবতা আর চুপ কথার ফাঁকে সে আলিঙ্গন
দুটো অবুঝ মনের!
অথচ দিশাহীন পথ
ছেঁড়া পাল,,,,,
হৃৎপিন্ডের স্পন্দন যেন
হঠাৎই থেমে যেতে থাকে,
গলা বেয়ে উঠতে থাকে আকুতি,
ভীষন নিঃশব্দের কান্না ময় বুদবুদ--
যেখানে একখন্ড হিমবাহ ভীষণ তাপে
ধীরে ধীরে চুঁয়ে পড়ে লীন তাপে,
আমার কান্না ছুঁয়ে যায়
যেন বিষন্নতার বুক বেয়ে
নিরব অভিমানে,,,