হারিয়ে যেও না কোনকালেই
রঙের পার্থক্যে,
হারিয়ে যেও না কোনকালেই
মতাদর্শের অনৈকে,
হারিয়ে যেওনা ম্যারাথন দৌড়ে
ক্ষমতায়নে;
হারিয়ে যাও
ঊষার আলোকবর্তিকা হয়ে,
রংধনুর পূর্ণতা নিয়ে;
দেখো অন্ধকার সরে যাবে,
ফুল রঙিন হবে,
রাম রহিম যীশু একসাথে
ভাত খাবে পেট পুরে;
গরম ভাতের ধোঁয়ায়
ক্ষুধা আবছা হলেই
যত ব্যবধানের সৎকার হবে;
হাত ধরে হাঁটবে ওরা
পাহাড় জঙ্গল মরুভূমি–
বিনা বাঁধায় বিনা আড়ম্বরে বিনা বৈষম্যে
মানুষের জন্য মানুষ হয়ে;
পারলে ওদের ক্ষুধা নিবারণ করো,
ওরা মানুষ হবে;
পৃথিবীর জন্য, জীবনের জন্য
আজ বড়োই প্রয়োজন মানুষের !!