ফিরতি পথের অলস বাঁকা চাঁদ
কুমারী মেয়ের ঠোঁটের বাঁকা হাসি,
ভেঙে গেছে যখন, বিষন্নতার বাঁধ
প্রাণ বলে অনেক অনেক ভালোবাসি ।
যে গেছে সে উতাল ঢেউয়ে ভেসে
বাড়িয়ে ছিল বাঁচার দুটো হাত,
ভরসা দেবার ছিল না কেউ শেষে
প্লাবনে শহর ভাসে, বিবেক বাড়ী কাত।
রাত আসেনি, মিথ্যা খবর পড়ি
দিনগুলো সব সোনায় মোড়া গাছ?
হলদি বনের শিয়াল রাজা? থুড়ি
জীবনটা যাঁতাকলে, খাচ্ছি ইলিশ মাছ?
ভরা কোটাল, নিয়ম ভাঙ্গার ডাক
বুড়ো খোকার কপাল জুড়ে ভাঁজ,
শুনছে নাকি ভরদুপুরে অনিয়মের হাঁক
জাত খুইয়ে ওরা যে, করছে কি কাজ!
একদল তো চাইছে খালি ভাত
লেংটা খোকার ওম আসেনা গায়ে,
ভুখা পেটে কাটে যাদের, নির্ঘুম রাত
জাত থাকে না তাদের ভাতে, মায়ে।।