পাইনের সারি, গাঢ় নিস্তব্ধতা
বন পথে আমি;
কোলাহল শূন্য মনে
প্রিয়ার আলিঙ্গনে
ওষ্ঠে এঁকেছি ঠোঁট বিরতির সন্ধিক্ষণে;
সন্ধ্যা ঘনিয়ে চন্দ্রিমায় একাকার
কুজন রহিত শীতল মৃদু বায়,
সখি হেমলতা
বিরাজিত, চারিপাশে–
চন্দ্রমুখ বিকশিত প্রাণে
সমতল মৃন্ময়ী প্রেমালোকে
কে বলে ওই চাঁদ নিরুপম!
বনমাঝে বাসর সাজে
শশী শোভিত তমালিকা তারকায়;
কামদেব বৃথা খুঁজে আমায়
রাধিকার দেহে রচে কামনার বাসরশয্যা!!