সময় তো থেমে থাকে না,
আসা যাওয়ার ঠিকানায় ক্ষুধার্ত জঠর
প্রবাসের,
অস্তিত্বের দৌড়ে চরম ক্লান্তি নিয়ে
শতাব্দীর অভিমান ছুঁয়ে যায়
পড়ন্ত বিকেলের বিদায়ী আলোয়--
ফিরে যাওয়া নীড়ে,

এই পৃথিবীর পরিযায়ী প্রাণ
ক্ষণিকের বিচরণে
শীতল রাত্রির বুকে মাথা গুঁজে
অনন্ত শ্রান্তির মহড়া দেয় ঘুমের আবেশে!

উপনিবেশবাদ লুণ্ঠন ভগ্নতার নৈরাজ্যে
বিদায় ধ্বনি গুমরে কাঁদে,
কোথাও ছায়া নেই
জীবন দায়ী অমৃত নেই
সময়ের বিবরে টিকে থাকার লড়াই
অসির সাথে মসির,
ঝন ঝন ওঠে বেজে,
সম্মুখ সমরে জীবন মৃত্যুর জয় পরাজয়!

তবু জীবনের স্রোতে জীবনের ঢেউ ওঠে,
মৃত্যুর স্থির চোখ খোঁজে নীড়
ক্ষুধার্ত কবরে কিংবা
চিতার কামনায়,
একদল আসে সময়ের হাত ধরে,
একদল চলে যায়
বিবর্ণ জীবনের স্রোত বেয়ে--
শুধু রেখে যায়
ভীষন আকাঙ্ক্ষার উত্তরসূরী!

কামনায় বাসনায় দু'কুলে ভাঙ্গা গড়া
অনন্ত জীবনের ইতিহাস,
বিলুপ্ত রক্ত মাংস হাড়ের অস্তিত্বের,

আত্মার বিচরণ পরপারে, পৃথিবী ছাড়িয়ে
তবু টিকে রয় অস্তিত্ব
তাঁর ভাস্বর উপস্থিতি
যেখানে মৃত্যু আসেনা,

মৃত্যুর থাবা পৌঁছায় হৃৎপিন্ডের শিকড়ে
শরীরের প্রতিটা প্রত্যঙ্গ ছুঁয়ে,

শুধু অস্তিত্ব আর ঠিকানা থাকে
ঠিকানাহীন জীবনের নৈবেদ্যে,
যখন দুই সত্তার বিচ্ছেদ হয় মৃত্যু দিয়ে!!