গাছ গুলোকে ঠিক তেমন
মানুষ মানুষ লাগেনা;
আলিঙ্গন করার মত দুটো হাত বলো বা
হতদরিদ্র জ্বালায় বারুদ ঠুসে  দেওয়ার মতো
ইন্দ্রিয় বা মন;
বেগত মুখের কারুকার্যে
চোখ নাক মুখে হিংসা বসানো
বেআব্রু হিংস্রুতায়–

যদি থাকতো–
গাছেরা মানুষের মতো অক্সিজেন ভুক হয়ে
লাল লাল রক্তে বয়ে নিয়ে যেত
যত বিশৃঙ্খলার অনিয়ম বীজ,
আত্মার চেরাগে জ্বালাতো
চটচটে আঠালো লোভ আর অহমিকা;
নিরঞ্জন মহিমায়–
নরম ক্ষুধায় নিংড়ে খেতো
পাকস্থলীর উৎসেচক রস আর
জমাকৃত পুষ্টির যত শক্তির উৎস!

দিন নিভে  রাত, রাত উঠতো জ্বলে আলোয়!
অথচ গাছের মতোই ওরা–
ঠিক মানুষের মতো নয়!!