তুমি আছো,
অথচ অস্তিত্বহীন আমার বিকেল–
দিনের সব আলো শুষে নিয়ে
ক্ষুধার্ত জানায়।

কয়েকটা জোনাকির আলো–
খোলা দ্বার, চেয়ে পদাতিক;
সন্ধ্যাতারা উঠবে তো আকাশে?

দুমুখো জবাবে
নিঃসীম নৈঃশব্দ্য তখন পাখির নীড়ে!!