জীবন বহতা নদীর মতো
বয়ে চলে নিজের বেগে,
আলো অন্ধকার রৌদ্র বৃষ্টি নিয়েই
চলে তার পথচলা;
থেমে যায় না
যতক্ষণ না পৌঁছায় মোহনায়,
মহামিলনের অভিসারে
যেন কৃষ্ণ প্রেম অথৈ বুকে
বিরহিনী রাধিকার অশ্রু
দেহের সুগন্ধ মেখে,
নেই কোন অভিমান
পচা দুর্গন্ধ লাশ বুকে,
সমস্ত পরিত্যক্ত গরল ছুঁয়ে--
নৃত্যরতা অপ্সরার ছন্দ পায়ে সে চলে
আপন ছন্দে;
ভেঙ্গেও দেয় আকুতি নিয়ে
কিছু স্বপ্ন কিছু মন,
গড়ে পুনরায় অনুরূপে সংসার;
যেন নটী বিনোদিনী কিংকরী
নাট্যমঞ্চের, দুই পরস্পর বিরোধী
চেনা অচেনা মুখ,
সেই বহতা নদী
ভাঙতে গড়তে মেশে মোহনায়
অনন্তকাল,
এক ছদ্মবেশী নারীর ছদ্মবেশে!!