দূরত্ব ঘোচাতে
দূরত্ব ভাঙ্গার প্রয়োজন নেই জেনে,
ভেঙ্গে দিলাম কয়েকটা প্রাচীর;
দশটা দিক এনে রাখলাম
এক ফুট কলাপাতার থালে,
একমুঠো ক্লোরোফিল একসঙ্গে চেটে খেতে খেতে
পুষ্টিকর নৈকট্য আর খিচুড়ির ঘ্রাণ
নেবো বুকে;
সাপে-নেউলে গলাগলি করার মত
একটা সূর্যোদয়
দেখার অপেক্ষায় আছি;
আর কি প্রয়োজন এখন;
চৌকাঠের দরজা আর
চাবি নিয়ে কাড়াকাড়ি করার!!