এমন কেউ নেই
যে আমার শীতল হয়ে যাওয়া হৃদয়টাকে
উষ্ণ হাতের ছোঁয়ায়
একটু জাগিয়ে দেবে!
এমন কেউ নেই
যে ভষ্মিভূত মনের উঠানে
কয়েকটা গাছ আর কিছু সবুজ দিয়ে
ফুল ফোটাবে!
এমন কেউ নেই
যে আমার চোখের ঝিল পেরিয়ে
পাহাড় ডিঙিয়ে
একটা আকাশ এনে দেবে;
যেখানে রামধনুর রঙে আঁকা যায়
একটা তিরতির করে বয়ে চলা
নদীর জন্ম কথা,
কিংবা চড়ুই পাখির মত ধূসর রঙের
কিছু ব্যর্থতা;
অথবা নীল চোখ,
সবুজ নিতম্ব,
কিম্বা শুভ্র শালীনতা–
যেখানে শব্দ রাশি ফুল হয়ে ওঠে ক্ষণে ক্ষণে;
যেখানে আগুন নামের পলাশ ফোটে;
যেখানে মেঘের আঁচলে
শৈশব অনিন্দ্য চঞ্চলতায় রয়ে যায়
আমৃত্যু মেঘবালিকা!!