ম্যুরা তো জঙ্গলমহলের মানুষটো আচ্ছ্যি গো,
শালবুনের ফাঁক দিয়া সূয্যুটো এক্ষনো উঁকিটা মারে লাই!
ম্যুরা তো মাটির সাইথ্যেই রয়ে গেল্লাম গো বাবু;
ম্যুদের কথ্থা তোদের ঠোঁইটে ভাইরেল হয় জান্নি,
তবে কি জানিস বাবু–
ম্যুরা আজ্জো শালবুনের আবডালে সুখটো লুক্যাইয়ে
পিঁপড়ার ডিমটো খুঁনজে বেড়াই!
ম্যুদের ঠোঁইটে ম্যুরা ভাইরেল টো ক্যামনে হবো বোল!
ম্যুরা তো তোদের মত্তো ফোনটো
চালাইতে শিখি লাই রে,
শালপাতাটো কুড়াইয়ে পেটটো
লিয়ে বেটাডারে বিটিডারে লইয়ে
বেইচ্যে আচি
এইটো কি ঢের লয় গো বাবু?
লিখ্যা পড়াটোয় পিছাইটো আচ্ছি বইল্যে
ত্যুদের এত্তো ভাবনা, বোল?
আর ম্যুরা ত্যুদের থেইক্যে যে আলাদাটো হইয়ে
পাতার ছালায় শ্যুয়ে
ত্যুদের ছেইল্যাটোর মত্তো
ম্যুর ছেইল্যাটোকে গড়তে ছাইলে
চান্দ ক্যেনে হেইস্যে উঠে,
বলবি বাবু?
ল্যাতা মুন্ত্রিটো আইস্যে বটে
পাশ্যে দাঁড়ায়, ছবিটো তুইল্যে
টিভিতে দ্যাখায়,
ম্যুদের খিদেটো দ্যাখা যায় বাবু?
সাপে কাটিল্যে ওষুধটো তো ত্যুদের আইছ্যে,
ম্যুদের ঝাড়ফুঁক টো,,,,,
ছাড়! ক্যানে, ত্যুদের ঠোঁইটে ম্যুরা ভাইরেল
বলবি বাবু?
ম্যুরা জঙ্গলমহলটোয় থেইক্যে পাহারাটো
দেইগো সব,
জঙ্গলটো বরো আপন গো বাবু,
বরো নিজের মইন্যে হয়।
সূরয্য টো ত্যুরা থাক লিয়ে বাবু,
ম্যুদের থাক চান্দ।