বন্ধু মানে সকাল বিকেল
মাঠে ভরা প্রাণ,
বন্ধু মানে দমকা হওয়া
বেসুরো কতো গান।
বন্ধু মানে ক্লাসরুমে
ভীষন বাঁধা মন,
বন্ধু মানে তেতো খাবার
মিষ্টি বিনোদন।
বন্ধু মানে কুস্তি লড়া
বিপদ দেওয়া রুখে,
বন্ধু মানে চিরসবুজ
স্বপ্ন প্রত্যয় বুকে।
বন্ধু মানে চাওয়া পাওয়া
উনিশ বিশের হয়,
বন্ধু মানে হারিয়ে যেতে
কি নিদারুণ ভয়!
বন্ধু মানে সুখে দুখের
অদল বদল খেলা,
বন্ধু মানে অকারণে
বইয়ে দেওয়া বেলা।
বন্ধু মানে অট্টহাসি
ভীষন অবুঝ মন,
বন্ধু মানে গোপন কথা
উজার করে প্রাণ।
বন্ধু মানে বন্ধু জানে
কতটা তার মান,
যেথায় থাকো ভালো থেকো
এটুকুই চায় প্রাণ।
'মন কেমনের দিনগুলিতে
যদি পড়ে মনে,
নামটা ধরে মৃদু স্বরে
ডাকবে আনমনে;
পৌঁছে যাবো পাখি হয়ে
কিংবা ঋতুর ফুলে,
বন্ধু তুমি মনে রেখো
যেও না কভু ভুলে'!
নদী পাহাড় সীমানা ভুলে
মনের কাছে মন,
বন্ধু মানে ঠিকানা বিহীন
শক্ত মনের বাঁধন।
বন্ধু মানে জাতি ধর্ম
শিকেয় তুলে রাখা,
বন্ধু মানে অন্য ভুবন
অনেক ভালো থাকা।