সব ইচ্ছেরা হেঁটে বেড়ায়,
ভালোলাগা ও– চারপাশে;
অথচ সব যন্ত্রনাই যেন বড় অলস
চেপে বসে বুকের ওপর–
জগদ্দল পাথর হয়ে।

যখন ব্যথার গা বেয়ে চুঁয়ে নামে
বর্ণহীন বেদনার সিরাম,
হৃদয় আর কণ্ঠ রুদ্ধ হতে থাকে
জমাটি রক্তে;
আড়ষ্ট জিহ্বায় নামে বিস্বাদ
জীবনের–
কেবল অপমানের শত আঘাত সয়ে
আম্লিক আচ্ছাদনে,
পান্ডুর হতে থাকে প্রতিটা ইন্দ্রিয়-
প্রত্যঙ্গ।

বিষন্নতার জমাটি মেঘে
থমথমে চারপাশ,
ধুলো ধূসরতা মেখে
মুখিয়ে থাকে,
বোধহয় ধ্বংসাত্মক ঝড়ের অপেক্ষায়।।