তোমার ভালোবাসা ঠিক কোন রঙের
জানতে চাই না আমি।
সত্যি ভালোবাসার কি রং, কতো রং–
জানতে চাইনা আমি।
লাল গোলাপের ভালোবাসা কিভাবে
রাঙা পলাশ হয়ে যায়,
কিংবা বর্ণচোরা গিরগিটি?
নীল ভালোবাসায় যদি থাকে বিষ
সেই ভালোবাসা না হয় দিও আমায়,
যার আকণ্ঠ পানে
আমি নীলকণ্ঠ হয়ে যাই!
আমি ভালোবাসা চাই, সে হোক
সত্য কিংবা অর্ধসত্য–প্রবোধ কিংবা অভিনয়,
আমার কাছে যা বহু আকাঙ্ক্ষিত,
না দেখা অলীক মনি!
যদি হয় সে নিরাভরণ কিংবা তারায় বেষ্টিত শশী
নির্জন স্বপ্নপুরীর নিদ্রিত সুষমা,
—সে ভালোবাসাই আমার চাই!
তুমি দেবে সে ভালোবাসা–এটাই দাবি,
আর কিছু নয়—