অকপটে স্বীকার করার মধ্যে মহত্ব আছে;
চরিত্রের সাহস বা স্বচ্ছতা প্রকাশ পায়,
তারচেয়েও বেশি নৈরাশ্য যদি ছাপায়–
কপট হতে জানিনা ঠিক দোষটা কোথায়?
অকপটে স্বীকার করার মধ্যে মহত্ব আছে;
নিজেকে মহান বলতে যাওয়াটাই দোষের,
মাটিতে মিশিয়ে ভুল সমাধানও অংকের,
সিগারেটে ধোঁয়া ছেড়ে ভাবি কোন্ রেঙ্কের!
অকপটে স্বীকার করার মধ্যে মহত্ব আছে;
দেশ-জাতি-কাল তোমার মুখে আঁকে মানচিত্র,
সামগ্রিক নাকি খন্ড হবে কথা বলে তো চরিত্র,
তুমি বিশ্ব নাকি একখণ্ড মাটি এ ভাবনাও বিচিত্র।
অকপটে স্বীকার করার মধ্যে মহত্ব আছে;
যদি কপট না হয়ে অকপট নির্দ্বিধায় হও,
যদি সারমেয় সত্তা বা মোসাহেব না হও,
তবে কিছু মুখোশ খুলে আরো সবাক হও।
অকপটে স্বীকার করার প্রয়োজন আছে;
বস্ত্র ছেড়া হলে দোষ নেই, মেরামতি করলে,
সংস্কার বদলাতে একটু উথলে উঠতে পারলে,
কাটাকাটি ভাগাভাগির ছেলেমানুষি টা ছাড়লে–।
অকপটে কথা বলার জানি প্রয়োজন আছে;
মন খুলে, চোখে চোখ রেখে সাহস আছে?
দু'চারটে তাজা নিম কিংবা নিশিন্দের কাছে
বাকযন্ত্রটা যদি সঁপি, বেশি কি কিছু যায় আসে??