আমি আজও খুঁজি সেই 'তুমি' টাকে!
যার মধ্যে দায়িত্বের সংকীর্ণতা নেই,
কর্তব্যের দায় নেই,
অনাদায়ী কর্তব্য রোহিত সত্তার উচ্ছল,
মসৃণ তুলতুলে নিবিড়তা!
ভীষন সোহাগী চাদর,
যেখানে ঝলমল করে উঠবে না
আভিজাত্য,
কোন ধাতুর চকচকে বর্ণ
কিংবা আলোর বিচ্ছুরণ,
কোন দায়িত্বের কষাঘাতে বন্দি আড়ম্বর!
আমি খুঁজি সমস্ত কালের
প্রতিটা শিরা উপশিরা
তন্ন তন্ন করে একটা উষ্ণ হাতের ছোঁয়া,
একটা অনভিপ্রেত হৃদয়ের সোপান;
অথচ সেই 'তুমি' টাকে আজও
খুঁজে পেলাম কই!
যার কাছে অপেক্ষার সাথে মিশে যাবে না উপেক্ষা,
থাকবে না প্রয়োজনের কালো পটি বাঁধা
দুটো ক্লান্ত চোখ,
অপার সমুদ্রের অগণিত ঢেউ,
সফেন পরম্পরা!
ঠিক প্রেম নয়,
ঠিক স্নেহ নয়,
ঠিক শ্রদ্ধা বা ভালবাসাও নয়;
একটা গভীর হৃদয়ের টান,
রোমাঞ্চের অতলে তলিয়ে যাওয়ার
একটা কাঙ্ক্ষিত পল;
যেখানে কোনো প্রশ্ন থাকবে না,
কোনো বিস্ময় বা বিরাম থাকবে না,
থাকবে না ব্যস্ততা!
আবার কোন ফাঁকিও থাকবে না,
থাকবে শুধু নিরবিচ্ছিন্ন একট নিরাকার সত্তা--
যার উপস্থিতি হবে ঠিক বাতাসের মত
সময় ক্ষণের পরোয়া না করে
অদৃশ্যের বেপরোয়া বন্ধনে,
হৃদয়ের প্রতিটা ওঠানামায়
যার উপস্থিতি রবে অকারণে,
আবরণের ঘেরাটোপ ছিন্ন করে
আমি আজও খুঁজে চলেছি তাই
আমার আকাঙ্ক্ষার সেই 'তুমি' টাকে!!