তুমি
নরেশ পাটঘরা
দুঃখগুলো যখন আমার
বৃষ্টি হয়ে ঝরে পড়ে দুচোখ বেয়ে
তুমি তখন
সুখের আঁচল ধরো দুহাত পেতে।
আমার একলা জীবন যখন
মধ্যরাতে হাতড়ে খোঁজে
একটা ভালোবাসার হাত
তুমি তখন
শিয়রে বসে হাত বোলাও আমার মাথায়।
ভীষণ রকম যখন আমি ছন্নছাড়া
ভালো মন্দের বাইরে ঘুরি
উদ্দেশ্যহীন কাটে জীবন
তুমি তখন
স্বপ্ন আনো ফুলের ডালা ভরে।
পথ হারিয়ে যখন আমি
ঘুরে বেড়াই পথের আশায়
তুমি তখন
কাছে ডাকো চিরকালীন হাত বাড়িয়ে।