তোমার কথা
নরেশ পাটঘরা
যখন আমি তীব্র জ্বরে
ছটফট করি বিছানায়
তখন খুব মনে পড়ে
তোমার কথা ,
তুমি হাত বুলিয়ে দিচ্ছো
আমার মাথায় ,
ভাবতে থাকি আর যন্ত্রণায়
মুখ গুঁজে বালিশে
একটু একটু করে সময় পার করি।
যখন দিনের শেষে ঘরে ফিরি
জমে থাকা কথাগুলো
ভীষণ রকম জ্বালায়
তখন , খুব মনে পড়ে
তোমার কথা।
কথার ফাঁকে এগিয়ে দেবে
জলের গ্লাস, চায়ের কাপ।
বলবে তুমি ,রাতের বেলা
কি খাবে ? ভেন্ডি, ওল
কিংবা কচু ?আমি বলব,
যেটা খুশি ।
সঙ্গে তোমার হাসিমুখটা
পেলে আরো খুশি।
যখন আমি ভালোবাসার জন্য
ভীষণ রকম পাগল
তখন তুমি আলতো করে
ঠোঁট ছুঁয়ে দেবে।
ভাবনাগুলো বাঁচিয়ে রাখে
ভালোবাসার নীল চাদড়ে
যত্নে মুড়ে।
স্মৃতিগুলো সাঁতার কাটে
চাঁদের ভেলায়
তোমায় শক্ত করে জড়িয়ে ধরে বুকে।