স্বপ্ন ও বাস্তব
নরেশ পাটঘরা
তুমি নাকি আমাকে ভালোবাসো
অথচ
আমাকে এড়িয়ে চলো ।
তুমি নাকি শ্রাবণসন্ধ্যা ভালোবাসো
অথচ
ঘরে আলো জ্বালিয়ে
জানালা বন্ধ করে বসে থাকো।
তুমি নাকি শিউলি ফুল ভালোবাসো
অথচ
কখনো শিউলি তলায় যাও না।
তুমি নাকি ভালোবাসো বৃষ্টিতে ভিজতে
অথচ
ছাতা মুড়ি দিয়ে পথ হাঁটো।
তুমি নাকি সাগরের ঢেউ ভাঙ্গে ভালোবাসো
অথচ
বালতিতে জল ভরে স্নান করো।
তুমি নাকি ভালোবাসো ঘুরতে
অথচ
কি সুন্দর বন্দী থাকে ঘরের মধ্যে।
তুমি নাকি ভীষণ হাসতে ভালোবাসো
অথচ
প্রতিদিন শুনতে পাই তোমার কান্না।