স্বপ্ন বেঁচে আছে
নরেশ পাটঘরা
এখানে আকাশ ঝুঁকে পড়েছে
কালিন্দির নীল জলে ।
গুটি গুটি পায়ে অন্ধকার
জিউলি গাছের কোল ঘেঁষে গাঢ় হয়।
ভাঙা চোরা মন
খুঁজে ফেরে হারানো প্রেম
ছেঁড়া জামার বুক পকেটে
এখনো তার গন্ধ লেগে আছে কিনা!
ভীষণ যন্ত্রণায় কুঁকড়ে যায়
বৃদ্ধের শরীর
একদিন যে শরীর ছিল
চাবুকের মত সুবাসে ভরা।
লোহার বলয়, শাঁখা ,সিঁদুর
নিয়মের কঠিন বাঁধনে বাঁধা
নারী এক চেয়ে থাকে
জানালার ফাঁক দিয়ে,
দেখে দূরে এক শঙ্খচিল ওড়ে
নির্জন দুপুরে।
আমার ভেতরে আমি জেগে থাকি
কিছু স্বপ্ন বেঁচে আছে বলে।