নীল খাম
নরেশ পাটঘরা

বিষন্ন দুপুর মাথায় করে
উঠোনের আধমরা
ডালিম গাছটা দোল খায়
ভাঙা জানালার পাশে।

ডাঁটি ভাঙা ঘষে যাওয়া
পুরনো কাচের চশমাটা
আমাকে জড়িয়ে ধরে থাকে
পুরনো স্মৃতির মত।

এলোমেলো জীবন
যতবার গোছানোর চেষ্টা করি
অলক্ষে কেউ ভেঙে চুরমার করে দেয়।

তবু,
এখনো সময়ের সঙ্গে
হামাগুড়ি দিয়ে চলতে থাকি,
একটুখানি স্বপ্ন
জামার বুক পকেটের
নীল একটা খামে রেখে।