মৃত্যু ঘন্টা
নরেশ পাটঘরা
কিশোরীর ঠোঁট ছুঁয়ে যে যুবক
প্রতিদিন যেতে পারিজাত ফুলের বনে
স্বপ্ন চুরি করে আনতে। সে আজ ফুটপাতে
দাঁড়িয়ে হেঁকে হেঁকে ফুল বিক্রি করে ।
কপালের ঘাম গড়িয়ে পড়ে
যেন স্বপ্ন গড়িয়ে পড়ে
রাজপথে জনারণ্যে
বিবেক গলিতে বসে সততাকে ডাকে
সর্বাঙ্গে কুষ্ঠু নিয়ে সততা মুক ও পঙ্গু।
যুবকের যে চোখে ছিল ফাগুন
আজ সেই চোখে আগুন
ঘুমের মধ্যে এখন খোঁজে রুটি
মধ্যরাত হাততালি দিয়ে নাচে।
অন্ধকারের মধ্যে হাটু গেড়ে যুবক
কিশোরীর পায়ের ঘুমুরে শুনতে পায়
মৃত্যু ঘণ্টার শব্দ।