ঝরা স্বপ্ন
নরেশ পাটঘরা
এসে দেখে যাও
পলাশের জঙ্গলে
সব স্বপ্ন ঝরে পড়ে আছে
আধ ভেজা মাটিতে।
ভোরের আলোয়
কেউ এসে করেনি সোহাগ,
কেউ এসে বলেনি
ভালোবাসার কথা ,
কেউ দেয়নি কথা
শুকনো ঠোঁট দেবে ভিজিয়ে।
ভালোবাসা না পেলে
সব ফুল শুকিয়ে তো যাবেই!
হারিয়ে যাবো
ধূসর পৃথিবী ছেড়ে ।
তুমি এসে দেখবে
শূন্য বাগান
সোদা মাটির গন্ধ
চারিদিকে ভাসে।