যখন শুনবে আমি নেই
নরেশ পাটঘরা
কোন একদিন
তুমি ঘুম থেকে উঠে
শুনতে পাবে আমি আর নেই ।
সেদিনও
সর্ষে ফুল ফুটবে মাঠে মাঠে
চড়াই পাখিটা এসে
বসবে আমার বারান্দার গ্রিলে
বন্ধুরা হয়তো
আমার গান গাইবে
কিন্তু
আমার লেখা হবে না
নতুন কবিতা নতুন গান।
তুমি হয়তো
নিয়ম মাফিক
দু ফোঁটা চোখের জল ফেলবে ।
আমার প্রিয় আতর
ছড়াবে আমার গায়ে, বিছানায় ।
পরম যত্নে এঁকে দেবে
কপালে চন্দনের তিলক।
পত পত করে উল্টে যাবে
ডাইরির সাদা পাতা গুলো ।
লেখার শেষে তোমাকে
আর শোনাবো না
কোন কবিতা কিংবা গান।
কখনো বকবক করে
করব না বিরক্ত ।
বেদুইন জীবন
কারো মনের স্মৃতিতে
আর ধুলো উড়াবে না।
মাঝ রাতে উঠে
আর হিসাব করতে বসবো না
জীবনে কি পেলাম ,না পেলাম
ভালোবেসে কতটা ঘৃণা
বুক পকেটে জমা করলাম
পথ চলতে চলতে
কতটা রক্ত ঝরলো
কতটা কান্না জমলো
কতটা আঘাত পেয়ে
হাসলাম দুঃখ লুকিয়ে
কথা না বলা মানুষগুলোও
আর মুখ ফিরিয়ে নেবে না।
মৃত্যুদিন যখন
ফিরে ফিরে আসবে
সময়ের হাত ধরে
তখন তুমি মনে না রাখলেও
সময় আমাকে মনে রাখবে ,
কারণ
সময় আমার সঙ্গে ছিল
সুখে দুঃখে ছায়ার মত।