ঘাস ফুলের গন্ধ
নরেশ পাটঘরা
পৃথিবীর ধুলি মেখে
আধ ভাঙা চাঁদে তুমি হাঁটছো
আর মাঝে মাঝে হয়তো বা
আমার কথা ভাবছো!
আলো-আঁধারের ছায়া পথ
মেপে মেপে দূর হতে বহু দূরে
গ্রহতারা ছুঁয়ে ছুঁয়ে
ক্লান্ত হয়ে তুমি
আমাকে একটু হলেও কাছে চাইছো!
কতদিন পাশাপাশি হেঁটেছি
দূর্বা ঘাস ফুলে কত স্মৃতি
রেখে দিয়ে, আজ তুমি
চাঁদের বুকে শুধু ঘাস ফুলের গন্ধ খুঁজছো,
আর স্মৃতিগুলো খুব মিস করছো!
জানি আজ তুমি একটুও
কোলাহল চাও না
চাঁদের গল্প আর
রূপকথা ভাবো না !