এক বুক ভালোবাসা
নরেশ পাটঘরা
তুমি সামনে এসে দাঁড়ালেই
আমি বদলে যাই
তুমি পাশে বসলেই
ভিতরে গান বাজে ।
পুরনো অভ্যাস গুলো
ফিরে আসে সদর দরোজা দিয়ে
বাড়ির ভিতরে।
হিংসা ,দ্বন্দ্ব ,অভিমান
রাগ সব যেন
পরান চ্যাটুজ্জের চায়ের দোকানের
পাশ দিয়ে চলে যায়
এক আঁচলা ভালোবাসা
ফেলে রেখে।
ছোট্ট জীবন
তাই এক বুক ভালোবাসা দিতে চাই
আর চাই
এক বুক ভালবাসার নিতে,
যতদিন বাঁচবো ভালোবাসার
মাঝে বেঁচে থাকতে চাই।