ধর্ম এবং প্রেম
নরেশ পাটঘরা
ধর্ম এবং প্রেম
দুটো শব্দই অতি নিরীহ।
কিন্তু
এই দুটো শব্দ মাঝে মাঝে
রক্ত ঝরায়, হিংসায় হয়ে ওঠে উন্মত্ত্ব।
ধর্ম একটা বিশ্বাস
যেখানে আমরা শান্তি খুঁজি।
প্রেম একটা অপূর্ব অনুভূতি
যা মানুষকে আমূল বদলে দিতে পারে।
ধর্ম এবং প্রেম
দেশ জাতি গোষ্ঠীকে
বারবার ভেঙেছে
আবার
একতার বন্ধনে বেঁধে দিয়েছে।
তাই
ধর্ম এবং প্রেমকে
অস্ত্র কিংবা হিংসায়
রূপান্তরিত না করে
বিশ্বমানবতার
মূলমন্ত্র হয়ে উঠুক।