বিবর্ণ জীবন
নরেশ পাটঘরা
একদিন কাঁদতে কাঁদতে বুঝতে পারলাম
কান্নাটা আমার নিজের একার।
ভয় পেয়ে হাত বাড়ালাম
দেখলাম কোনো হাত
নির্ভরশীল নয়, যে আমাকে ধরবে।
ভালোবাসার জন্য
নিজেকে কতবার চূর্ণ-বিচূর্ণ করেছি
তবু
কেউ আমার বুকে কান পেতে
বলেনি তোমার ভালোবাসার
অনুভূতি আমাকে স্পর্শ করেছে।
এখনো স্বপ্নগুলো
সারারাত ছুটে বেড়ায়,
এখনো আশাগুলো
জেগে থাকে
শুধুমাত্র তার জন্য
যে আমার জন্য একটা জীবন
কাব্যময় করে তুলবে।
এখন আকাশ আর সমুদ্র
আমাকে বারবার হাতছানি দেয়
আমি তাকিয়ে থাকি ;
কাঁপতে থাকে হলুদ পাতার মতো
বিবর্ণ জীবন।