ভোরের সূর্য
নরেশ পাটঘরা
হঠাৎ সন্ধ্যে বেলা এলো ,
এলোমেলো ঝড়-
দমকা হাওয়ায় তোমার
টিয়া রঙের শাড়ির
ঘোমটা গেলো খুলে।
কী অসাধারণ তোমার
মুখ, যেন পদ্মের মতো;
আমি না লোকে বলে।
তোমার এলো মেলো চুল
পাগলা হাওয়ায় উড়ছে,
তুমি হাঁটছো উদভ্রান্তের মতো
ঝড়ের সঙ্গে পা মিলিয়ে।
আমি ভাবলাম -
এই তুমি কি সেই তুমি?
আজ তুমি সুখী তো?
কেন জানিনা
আমার মনে হলো
এবার তুমি আসবে
আবার ভালবাসবে।
সকাল হলো।
ঝড় থামলো।
আমি বিছানার এক কোণে
শুয়ে দেখলাম ভোরের সূর্য।