বাঁচতে গেলে চাই
নরেশ পাটঘরা
কলকাতা শহরে রাত্রি নামলে
আমি দেখতে পাই
ল্যাম্পপোস্টের নিচে
দাঁড়িয়ে সুনীল গঙ্গোপাধ্যায় ।
হাতে কলম আর খাতা
কিছু লিখবে বলে
নীরাকে খুঁজছে।
মধ্যরাতে
গ্রামের জমির আলে
দেখতে পাই জীবনানন্দ দাশ কে
কতকাল ভালোবাসা পায়নি বলে
শুকনো মুখে তাকিয়ে আছে
তার বনলতা ফিরে আসবে বলে।
চন্ডীদাস মিথ্যে মিথ্যে
ছিপ ফেলে বসে থাকে
প্রতিদিন ভোরবেলা থেকে
সন্ধ্যা পর্যন্ত
শুধু একটু ভালোবাসা ভাবে বলে।