আমি আবার জন্ম নেব
নরেশ পাটঘরা
আমি আবার জন্ম নেব
একটু ভালোবাসা পাবো বলে।
আমি আবার জন্ম নেব
এই পৃথিবীতে কারো হাতে
হাতে রেখে একটা জীবন
নিজের মতো করে কাটাবো বলে।
আমি আবার জন্ম নেব
পাহাড় থেকে নদী
নদী থেকে সমুদ্র
সমুদ্র থেকে সবুজ মাঠ
মাঠ থেকে একটা মাটির ঘর
সেখানে তোমার হাত ধরে
নিবিড় হব ,একটা নতুন
ভালোবাসার গল্প শোনাতে শোনাতে।
আমি আবার জন্ম নেব
ধান ক্ষেতে আল ধরে
অগ্রহায়নের নতুন ধানের গন্ধ
নিতে নিতে ,শালুক ফুলে
ঝিঁঝিঁপোকার ডানায়
সোনালী রোদ দেখতে দেখতে
তোমাকে নিয়ে যাব
ভুবন কাকার নৌকায় করে
স্বপ্ন নদীর ওই পারে।
আমি আবার জন্ম নেব
এই পৃথিবীর মানুষের কাছ থেকে
ভালোবাসা কুড়িয়ে নেবো বলে।
আমি আবার জন্ম নেব
না বলা কথা, না পাওয়ার যন্ত্রণা
না পাওয়া ভালোবাসা, না ভোলার অভিমান
না দেখা এই পৃথিবীর রূপ
একবার জানবো আর দেখবো বলে।