আলোর পাখি
নরেশ পাটঘরা

সারাদিন কাজের শেষে
যখন ক্লান্ত হয়ে ঘরে ফিরি
তখন
তিন পেগ মদ খাই
আয়েশ করে মায়াবী আলোয়।
বৌ বলে, মদো মাতাল
ছেলে বলে, বাপ বলতে ঘেন্না করে
মেয়ে বলে, অসামাজিক!

মদ খাওয়ার শেষে
আমি নিজেকে নিজের
মধ্যে খুঁজে পাই।
দুঃখ, যন্ত্রণা, ব্যথা, বেদনা,
হতাশা ,ক্লান্তি সব ভুলে যাই।

নিশ্চিন্তে একটু ঘুম দিই
যতক্ষণ না বউয়ের মুখ ঝামটা
ছেলে মেয়ের চিৎকার কানে আসে।

ঘড়ির কাঁটা বলে
বয়স কমছে ।
মন বলে ,ভালোবাসা
হৃদয়ের পাঁজরে জমছে
ভাঙছে ভালো -বাসা।

রাতকানার মত
হাতড়ে হাতড়ে খুঁজি সুখ !
সংসারে কানামাছি খেলতে খেলতে
একদিন আলোর পাখি হয়ে
হারিয়ে যাবো, পড়ে থাকবে
সাজানো ঘর, বালিশ ,তোষক ,বিছানা
আর আমার প্রিয়
চশমা ,কলম ,খাতা ,লাঠি।