আবির
নরেশ পাটঘরা
ছোটবেলায় আমার বাবা-মা
নাম রেখেছিল আবির,
আমার চোখে ছিল মুঠো মুঠো রং
আকাশ ছুঁয়ে দেখার অদম্য
সাধ ছিল মন জুড়ে ।
একদিন এক মেঘলা দুপুরে
আমার চোখে এক মুঠো অন্ধকার
ছুঁড়ে দিয়ে গেল বিধাতা পুরুষ।
সেই থেকে-
রংহীন ,ভালোবাসা হীন ,প্রেমহীন
পৃথিবীতে বড় হচ্ছি আর
প্রতিটি মুহূর্তে হোঁচট খাচ্ছি।
আমার বুকের ভিতরে
ভালোবাসা এখনো অপেক্ষা করে;
আর ভাবে,
এমন একটা মানুষ কেন আসেনা
আমার জীবনে, যে
আমার সাফল্য আসা পর্যন্ত থাকবে
আমার সঙ্গে কবিতার মত।
এখন আমার ফুরিয়ে যাবার অপেক্ষা
কখন মুঠোয় ভরে উড়িয়ে দেবে আনন্দে
"আবিরের স্বপ্ন" পথ রাঙাতে ।
শেষ বারের মতো উড়বো
তোমাকে ছুঁয়ে দেখতে।