অভিমান
নরেশ পাটঘরা
যুদ্ধ শেষ ।
নারী এবং পুরুষের
প্রেম কিংবা ভালোবাসার ।
কারণ -
বিশ্বাস ,সন্দেহ ,নির্ভর .....
যুক্তিতর্কে ভর করে
পথ চলতে চলতে
যখন ক্লান্ত !
ঠিক তখন ,
অভিমান পিছন ফিরে তাকিয়ে
কাছে ডাকে
ক্ষণিকের খামখেয়ালিপনায় ।
তারপর
দীর্ঘ বিচ্ছেদ অথবা
দীর্ঘ দাঁড়ি ।
মধ্যিখানে কয়েকটা মুহূর্ত
একে অন্যের মনের মতো হয়ে
কিছুটা পথ চলা
বা স্বাদ বদল করা ।
কিন্তু যে জীবনের মধ্যে জীবন খোঁজে
প্রেমের মধ্যে বাঁচা
তার কি হবে?
অনন্ত জিজ্ঞাসার মত পাক খাবে
যার গভীর প্রেম আছে ,
যার যন্ত্রনা আছে ,
শুধু তার বুকে।