সে তুমি বলছো বটে
শুনবে আইন
সাধের কথা জানছো কী আর
কেমন করে যাচ্ছে জুড়ে মাথা ব্যাথা?
লোকবল আর অর্থ কড়ি
এই সমাজের দাবার ঘুঁটি
একটু খানি বিপরীতে তাকিয়ে দেখো
খাচ্ছে কারা ঘাড় ধাক্কা মাথায় চাঁটি?
এরপরেও ভাবছো তুমি
বিচার পাবে নরম কাদা নরম মাটির?
দিকে দিকে উঠছে বেড়ে
বিবেক হীন অসুর কূলের শক্ত ঘাঁটি।
তাই তো অমন ওজন ভারী হৃদয় গুলো
পাথর সমান দূর্গ গড়ে!
তোমার কথার কী ধার আছে?
ওজন দারের পসরা গুলো পড়বে ঝরে ঝুরঝুরিয়ে।
--------------------------------------
২৯/৩/২৪-অবুঝ মন -