আতর মেখে খাও না যতো
লাভ কী বলো তাতে?
মনে মনে পুড়ছো যতোই
মরছো তো সেই আগুন খাতে।
জানলে কি আর রকম সকম---
তরকারি বা কী?
দেখলে শুধু খাচ্ছে মেখে
পান্তাভাতে ঘি!
আসতে যেতে দেখলে চেয়ে
পাঁজর জুড়ে রক্ত ঝরে!
এরপরেও গাইতে হবে
রাখবো 'তোমায় হৃদ মাঝারে'?
কেমন করে আনছে ডেকে নয়ন তারা--
কাঠফাটা রোদ চেনা মাঠের পরে?
--------------------------------------
১৪/৪/২৩-অবুঝ মন -