হয়তো তোমার স্বপ্ন আঁকা আকাশ সমান
হয়তো তোমার বেড়েছে আজ মান সম্মান
হয়তো তোমার ঢেউয়ের দোলা নজর কাড়া
হয়তো তোমার এক ডাকেতে জাগছে পাড়া
হয়তো তোমার দুয়ার জুড়ে আলোর ভোর
হয়তো তোমার ভালোবাসা গন্ধ বিভোর।


এবার বলোতো পালিয়ে যাওয়ার রাস্তাটার খুললো কে দোর?
তবু সে কি দেখিয়ে ছিল ছিটেফোঁটা গায়ের জোর?
আকুল তৃষা একলা পথিক ছায়ার মতো নেয় কুড়িয়ে নুড়ি পাথর
এরপরেও শুনতে হবে স্বপ্নঘাতক মিশ কালো রঙ প্রেমিক চোর?
---------------------------------------
১৪/৮/২২-অবুঝ মন -