যদি প্রতারক ফাঁদ পাতে ইশারায়
কালো দাগ মোছে কী না জানা নেই
জীবনের কতকিছু ক্ষয় হয়!
এরপরে যদিও--কথাটি থেকে যায়
তিলতিল গড়ে তোলা ইমারত
নিমেষেই চুরচুর মনে হয়
তবুও মরনের পথ নয় সমাধান
গুনাগার হয়েও--খুঁজে দেখো ভরসা
আসলে পা ফেলো সামলে
সময়ের দাবি মতো যতটুকু প্রয়োজন।
------------------------------
শুভ রাত্রি -৩/১১/২৩-অবুঝ মন -