এর চেয়ে ঢের ভালো
-------------------------
শুষতে শুষতে যেদিন---
থাকবে না কিছু আর
তখন কি দোহাইয়ের গান গেয়ে
বুক ভরা যায়?
বিক্রি করতে করতে কী না
কনসার্ট খুলে রাখা ভালোবাসা ঘর
নির্দ্বিধায় বেচা-কেনা যায়?
যাক তবু সান্তনা ভরা অনুভব
খোরাকি ভাঁড়ার সত্যি সুস্বাদু ময়!
তাই বলি যা কিছু খেতে চাও খাও
আগুন কে গিলে খাওয়া কখনোই নয়
সামান্য বোঝে যদি কেউ
এর চেয়ে ঢের ভালো মরা নদী চড়
খাস হয়ে ফুটে ওঠা নির্মল ঢেউ
অন্ততঃ বিঁধবে না বিষ মাখা স্বর।
------------------------------------------
-১৪/১২/২৪-অবুঝ মন -