সরল মনে ধরে ছিলাম নকল তো নয় সত্যি খাঁটি
আর কি পারে থাকতে বাকি?কষিয়ে দিলো মাথায় চাঁটি
লবণ হ্রদের জমা জলে ইচ্ছে মতো বঁড়শি ফেলে
তুলে নিল চাঁদের গোলার যতো ফসল মজুত ছিলো
এমনি করে নিজের ভাঁড়ার পুর্ণ করেই হঠাৎ পাখি বিদায় নিলো!
এবার বলো সে আসরে থাকলো কী আর?
শুধু শুধু বললে হবে "তুমি আমার আমি তোমার"
এর চেয়ে ভালো আগে থেকেই চিনে নেওয়া যেথায় যত সত্যি কারের ঘুঘুর বসত।
--------------------------------------------
-৬/৭/২৪-অবুঝ মন -