আকাঙ্ক্ষা নয়
মনের কাছে প্রশ্ন করে জানতে হবে
চাইছোটা কী সহজ সরল --
না কী জটিল কোন গোলক ধাঁধা?
পার হওয়াটাই আসলে ব্যাপার
হতে পারে রকম সকম ভিন্নরকম অবাক করা!
যাদুবলের ব্যাপার সেপার ভাবছো না তো?
সবসময়ই ঘুরছে চাকা চক্রব্যূহে ধরতে পারো
সফর নামা কে না চায় মনের মতো?
ঠান্ডা মাথায় লড়াই কর,লড়াই কর
দেখতে পাবে উঠছে ভেসে ফলের বাগান মিষ্টি জুসের
এবার তুমি থামতে পারো যেথায় যেমন
এর মানে নয় কারো লেজে কামড়ে মর
মনে রেখো হাঙ্গর গুলো চিরকালই মরছে নেশায় খিদের জ্বালায়
এতো খিদে ঊর্ধ্বমুখী ওদের পেটে!পুড়ছেও---
এর চেয়ে ভালো অল্প খেয়ে বেঁচে থাকা চোখের আলোয়।
-----------------------------------
-২৬/৩/২৪-অবুঝ মন -