ভারত আজ জিতছে বলে
ফাটছে যাদের মনে ভিতর
তাদের বলি একটু শোনো
ওই যে কারা চেঁচায় দেখো?
ব্যর্থ হয়েই যে যার মতো খুঁজছে দোষর!
খেলছে যারা মাঠের পরে
দেখছো কেমন ভিন্নরকম?
নাকল বলের ছোবল খেলেই
বেরিয়ে পড়ে চতুর সলাজ
মুচির বহর রকম সকম বকম বকম!
এর চেয়ে বেশি আর কী বলি
এবার তোমরা ভেবে দেখো
না পারলে জেগে ওঠে কতশত বাঁকা উঠোন
নীতি আয়োগ তৈরী আছে বিশ্বমাঝে
এ সব হিসাব কে না জানে বলতে পারো?
তবু ওরা উঠছে ফুলে লুচির মতো!
বলতে পারো কেন এমন হিঁচকি ওঠে?
ভালো টাকে স্বীকার করা ধর্ম কি নয়?
কারা ভালো,কারা মন্দ দেখছি সবাই জগত সভায়
আর কটা দিন সবুর কর মিলে যাবে সহজ হিসাব।
-------------------------------------------
১৮/১১/২৩-অবুঝ মন -