হোক যত সে হোক না দামি
চাই না কিছু আর
বলবোও না যোযন রেখা
খাচ্ছে কেন মার।
সবটা দেখি ধারে ভারের
মজার মজার খেলা!
আর কটা দিন গেলেই পরে
কাটবে সকল বেলা।
থাক না যতোই ধূর্ত শৃগাল
এই দুনিয়া জুড়ে
সময় হলেই রাখবে সবে
বাসি পাতায় মুড়ে।
কী চেয়েছি--কী পেয়েছি
এসব করে কী আর পাবো?
মানুষ হওয়ার লক্ষ্য যখন
ভালো বাসায় রব।
----------------------------------
-৪/১২/২৪-অবুঝ মন -