হদয়ের সংযোগ
আসলে ছাপোষা
সবটাই ঝলসানো,মায়া রোগ।
ধারে কাছে পাওয়া গেলে
বাদবাকি রসাতলে যাগগে
কিছু কথা টপটপ গিলে নিতে কতক্ষণ?
বলটা যে পুরোনো
ফুলটসে নো বল
আর কী--টেনে মারো ছক্কা।
খেলা!খেলা তো হওয়ার ছিলো
ছায়াতলে আশ্রয় একেবারে যার যার
ধস নামা রাস্তায় তারকাটা ফিল্ডার--
দামড়াটা দৌড়াক সারাক্ষণ
ফুসফুস ফেটে গেলে
থেমে যাবে একদিন ঠিক ও---
---------------------------------------------
২৬/১০/২৩-অবুঝ মন -