আমি তো সেই কবে থেকে
বনে গেছি চোর
তোর কেন থাকবে
এমন এক উজ্জ্বল ঘর দোর?
এই নে এবার বিষ থলেটা
টুপুস করে গিলে নে
সরসে ফুল পেলেও তবু
হজমের রাস্তা তুই একটুও পাবি নে।
এরপর সরল স্রোতে
পথ চলাতে দেখবি কী হয়
পালাতে গেলেও পাবি
যখন তখন খুব ভয়!
শৃগালের দল গুলো আর
ছাড়বে না পিছু তোর
বলবে ওই দেখ আসছে কে ডা
বুড়ো বদ নেশা খোর।
যাকগে তাতে কী
আমার আর
বলতে তো পারবো এসবই হাতেখড়ি
অ,আ,ক,খ--শিখবার গুণভার।
এতো কিছু জেনেশুনেও
যে দিয়েছে একবার ছেনালীর লেজে পা
কানকাটা দোকানের খেলনা ব্যাবুসোনা বুঝলে-
এইবার হাঁটি হাঁটি বাড়ি যা।
লঙ্কা পুড়ে ছাই হলেও
সুপর্ণকা আজও আদরের শ্রেষ্ঠ ভগিনী?
জেনে রেখো মোটেও
বাল্মিকী হতে আমি এখানে আসিনি।
------------------------------------------
৪/৫/২৪-অবুঝ মন -