আদতে কী হবে জানি না?
মাঠির কাছাকাছি এই ঠিকানা
মেঘ ভাঙা রোদ্দুর
কী জানি আরও--কত দূর?
তবু দু চোখের স্বপ্ন
নয় তা সে কোন ভগ্ন
ঝরা পাতা ঝরঝর
পথ খোঁজে বরাবর
কেন শুধু এ লড়াই আসে আর যায়?
জীবনের আঙিনায়।
দেখো চেয়ে ওপারে বসত যার
এই যে প্রশ্ন এতো কিছু সব
শুধু কী একার?
তুমি তো জানো
সেও কম নয় চিহ্নের কারিগর।
----------------------------------------১২/১১/২৩-অবুঝ মন -