যে আলো নিয়ন আলো,যে স্রোত পথ দেখালো
সেখানে থাকতে কে না চায়?
তবে ওই যে কথায় আছে আগামীর গীতিময়
ললিপপ হলে হাঁটা বড় দায়।
মোচড়ানো ঝড় ওঠে উঠুক তবু হোঁচট বলো কে চায়?
এর চেয়ে চড়া পড়ে যাওয়া নদী--ঢের ভালো নয় কী?
জমে ওঠা আসরে ঘন্টার ধ্বনির কোরাস ছুঁয়ে
সীমাহীন ঝরে পড়া পিত্তরসের কতটা প্রভাব--?
অথচ বরাবরই চৌকাঠে থেমে থাকে গীতিআলেখ্য।
-----------------------------------------
-১৩/৯/২৩-অবুঝ মন-